মুশফিকদের সমীহ করেই বাংলাদেশে রওনা দিলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৮ আগস্ট ২০১৭

অনেক নাটকের পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ রাতে ঢাকায় পা রাখবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশে রওনা দেয়ার আগে মুশফিকুর রহীমের বাংলাদেশকে সমীহ করছেন স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়া অধিনায়ক জানালেন, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে। এদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাও তাদের জন্য চ্যালেঞ্জিং। সাবধানেই পা ফেলতে চায় স্মিথ বাহিনী।

তবে উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে অসিদের ধারণা রয়েছে। সম্প্রতি ভারতে চার ম্যাচের টেস্ট সিরিজে খেলে গেছে। ওই সিরিজে একটি ম্যাচে জয় পেয়েছিল সফরকারীরা। যদিও সিরিজটি হেরে গেছে ভারতের কাছে ২-১ ব্যবধানে।

ভারত সফরের সেই অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগবে বলে মনে করেন স্মিথ, ‘নিজেদের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। আমি মনে করি, সিরিজটা চ্যালেঞ্জিং হবে। ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারাটাও গুরুত্বপূর্ণ। ভারত সফরের শিক্ষা বাংলাদেশে কাজে দেবে।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।