আবারও বিতর্কে উমর আকমল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৭ আগস্ট ২০১৭

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না উমর আকমলের। এবার কোচের বিরুদ্ধে অভিযোগ এনে বিপাকে পড়েছেন পাকিস্তানি এই ব্যাটসম্যান। জনসম্মুখে কোচের সমালোচনা করায় উমরকে শোকজ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিব)। সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে তাকে।

গত জুনে ফিটনেস পরীক্ষায় অকৃতকার্য হন উমর আকমল। টুর্নামেন্ট থেকে দেশে ফিরতে হয় তাকে। কোচের চোখে তখন উমর আমল ছিলেন ‘আনফিট’। এরপর মুখ খোলেননি। এবার কোচের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাও আবার সাংবাদিক বৈঠক করে!

পাকিস্তান কোচ মিকি আর্থারের বিরুদ্ধে উমর আকমলের অভিযোগ এমন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) কোচিং সুবিধা থেকে তাকে বঞ্চিত করেছেন কোচ। যা তাকে পূর্ণ ফিট হওয়ার ক্ষেত্রে অন্তরায় ছিল।

উমর আকমলের ভাষায়, ‘মানছি, আমার ফিটনেস পুরোপুরি ঠিক ছিল না। আমি প্রশিক্ষকের সহায়তা চেয়েছিলাম। কিন্তু কোচ আর্থার পরিষ্কার জানিয়ে দেন, আমি যেন এনসিএ-তে না এসে ক্লাব ম্যাচ খেলি।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।