স্মিথ-ওয়ার্নাররা বাংলাদেশে আসছেন শুক্রবার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৭ আগস্ট ২০১৭

‘আসি আসি করে, সে যেন আসে না’; বাংলাদেশে সফরে আসা নিয়ে অস্ট্রেলিয়া দলের যেন এটা ট্যাগ লাইনে পরিণত হয়েছিল। অবশেষে তারা তাদের ট্যাগ লাইন ভেঙেছে। সব ঠিক থাকলে আগামীকাল (শুক্রবার) রাতে ঢাকায় এসে পৌঁছাবেন স্মিথ-ওয়ার্নাররা।

কিছুদিন আগেও বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের বেতন নিয়ে বিরোধের জেরে এক প্রকার অনিশ্চিতই ছিল সিরিজ। কিন্তু অনিশ্চয়তার মেঘ কেটে সেখানে উঁকি দিয়েছে ঝলমলে সূর্য।

ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে দুই সদস্যের অসি নিরাপত্তা প্রতিনিধি দল। তারা ঘুরে দেখছেন প্রস্তুতি ম্যাচ ও মূল ম্যাচের ভেন্যু। দেখছেন এবং বিশ্লেষণ করছেন নিরাপত্তা ব্যবস্থাও।

ঢাকায় পৌঁছে ওস্ট্রেলিয়া দল উঠবে হোটেল রেডিসন ব্লু’তে। চট্টগ্রামে দলটি চট্টগ্রাম রেডিসনেই উঠবে।

আগামী ২২ আগস্ট অসিরা একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। আর ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্মিথ বাহিনী।

এমএএন/এনইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।