ওয়ার্নারের মাথায় বাউন্সারের আঘাত
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দুই দলে বিভক্ত হয়ে তিন দিনের এক প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া দল। তবে এ প্রস্তুতি ম্যাচে এক দুর্ঘটনার শিকার হয়েছে অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। হ্যাজেলহুডের এক বাউন্স মাথায় গিয়ে আঘাত হানে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের মাথায়। পরে আর ব্যাট করেননি বাঁ-হাতি এই ওপেনার।
স্টিভেন স্মিথ একাদশের বিপক্ষে ব্যাট করতে নেমে হ্যাজেলহুডের বল হুক করতে গিয়ে মিস করেন ওয়ার্নার। আর বল গিয়ে আঘাত হানে তার ঘাড়ে। সঙ্গে সঙ্গে সে মাটিতে বসে পড়েন। এ সময় সতীর্থরা তাকে পর্যবেক্ষণ করেন। পরে হেলমেট খুলে নিজেই হাঁটেন।
এদিকে অস্ট্রেলিয়া দলের ডাক্তার রিচার্ড দ্রুত পিচের দিকে যান। তবে ওয়ার্নার নিজেই মাঠ থেকে বেরিয়ে যান। পরে তাকে আঘাত পাওয়া স্থানে বরফ ধরে রাখতে দেখা যায়।
উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ তারিখ ঢাকায় পা রাখবে স্মিথ বাহিনী। আর ২৭ আগস্ট থেকে মিরপুরের শেরে বাংলায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।
এমআর/পিআর