হ্যান্ডসকম্বের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার ব্যাটিং শো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৪ আগস্ট ২০১৭

বাংলাদেশ সফরে আসার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারই অংশ হিসেবে ক্রিকেটাররা একটি প্রস্তুতি ম্যাচ খেলছে দুই দলে ভাগ হয়ে। স্টিভেন স্মিথের একাদশ বনাম ডেভিড ওয়ার্নার একাদশ।

পিটার হ্যান্ডসকম্ব খেলছেন ওয়ার্নার একাদশের হয়ে। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি। ১৩০ বলে ১০৫ রানের ইনিংস উপহার দিয়েছেন দলকে। হ্যান্ডসকম্বের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৬০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়ার্নার একাদশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খেয়েছে স্মিথ একাদশ। প্রথম দিন শেষে দুটি উইকেট খুইয়ে খেলেছে। রান তুলেছে ৩১। অধিনায়ক স্টিভেন স্মিথ ১১ ও গ্লেন ম্যাক্সওয়েল ৭ রান নিয়ে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন।

হ্যান্ডসকম্ব ছাড়াও ওয়ার্নার একাদশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন হিল্টন কার্টরাইট। ১২০ বল খেলে নামের পাশে যোগ করেছেন ৮১ রান। তৃতীয় উইকেটে হ্যান্ডসকম্ব ও কার্টরাইট মিলে দলের স্কোরশিটে জমা করেছেন ১৭৪ রান।

হ্যান্ডসকম্ব-কার্টরাইট জুটিই মূলত ওয়ার্নার একাদশের বড় সংগ্রহের জন্য কার্যকরী ভূমিকা পালন করেছে। ওয়েদার্ল্ড মাত্র ৫২ বলে খেলেছেন ৯৬ রানের টর্নেডো ইনিংস। স্মিথ একাদশের স্পিনার মিচেল সোয়েপসন ১৩ ওভারে ৯৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।