সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১৪ আগস্ট ২০১৭

চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে ডেসিং রুমের দরজার কাঁচ ভেঙে পেট কেটে যাওয়া তামিম ইকবালের ইনজুরি জন্ম দিয়েছিল কিছু প্রশ্নের। ইনজুরির ধরন নিয়ে ছিল সংশয়- তামিম ইকবাল আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট মিস করবেন না তো! সে সংশয় নেহাত অমূলক। তার প্রমাণ মিলল শেরে বাংলার অনুশীলনে তামিম ইকবালের উপস্থিতি। অন্য সবার সঙ্গে স্বাভাবিকভাবে জিমও করেছেন দেশসেরা এই ওপেনার।

সোমবার সকালে শেরে বাংলার জিমে উপস্থিত হন তামিম ইকবাল। হাল জিমও করেন বাঁ-হাতি এই ওপেনার। জিম করার ফাঁকে মাশরাফি-মাহমুদউল্লাহদের সঙ্গে গল্প করতেও দেখা যায় এই তারকাকে। তবে এরই মাঝে মাহমুদউল্লাহ বার বার তামিমকে সতর্ক করেন অনুশীলনে চাপ কম নিতে।

উল্লেখ্য, চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জাতীয় দলের তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন ২৯ রানে রান আউট হয়ে ড্রেসিং রুমের দরজার কাঠের ফ্রেমে ব্যাট দিয়ে আঘাত হানেন তামিম ইকবাল। কিন্তু বিধি বাম! ড্রেসিং রুমের দরোজার কাঁচ আগলা থাকায় তা পড়ে যায় দেশের এক নম্বর ওপেনারের পেটে। আর তাতেই পেট কেটে যায়। চারটি সেলাইও দিতে হয়।

এমএএন/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।