১৫ আগস্টের মধ্যেই দেশে ফিরছেন সাকিব-মিরাজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১২ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে এক সপ্তাহ বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে আবার রাজধানীতে ফিরে এসেছেন মুশফিকুর রহীম, তামিম, ইমরুল, সৌম্য, রুবেল-তাসকিনরা। আজ বিকেলের ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন টাইগার ক্রিকেটাররা।

রাতটুকু বিশ্রাম। কাল আবার প্র্যাকটিস। রোববার বেলা দুইটায় শেরে বাংলায় অনুশীলন। অজিরা আসার আগে আর মাত্র পাঁচ দিনের প্র্যাকটিস সেশন হবে। যার মধ্যে তিনদিন প্র্যাকটিস আর দু’দিন ম্যাচ প্র্যাকটিস।

আগামী ১৭ আর ১৮ আগস্ট দু’দিনের ওয়ার্মআপ ম্যাচ শেরে বাংলায়। ওই ম্যাচের পরদিন প্রথম টেস্টের দল ঘোষণা করবে বিসিবি।

ধারণা করা হচ্ছে ওই প্রস্তুতি ম্যাচটিতে খেলবেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান সিরাজ। প্রসঙ্গতঃ ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলতে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সঙ্গে মেহেদী হাসান মিরাজও খেলেছেন সিপিএলে।

টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, দুই দিনের ওই প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন সাকিব ও মিরাজ। ক্রিকেট ম্যানেজার সাব্বির খান জাগো নিউজকে জানিয়েছেন, ‘১৫ আগস্টের আগে দুজনই ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে আসবে।’

১৫ আগস্টের মধ্যে দেশে ফেরার পর এক দিনের বিরতি মিলবে। ১৬ আগস্ট বিশ্রামে থেকে ১৭ আগস্ট মাঠে নামা যাবে।

এদিকে ১৫ আগস্টের মধ্যে দেশে ফেরার কথা বললেও ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান জানাতে পারেননি ঠিক কোনদিনটিতে ঢাকায় পা রাখবেন সাকিব এবং মিরাজ।

দিনক্ষণের কথা জানতে চাইলে সাব্বির খান বলেন, ‘ক্রিকেট অপারেশন্স থেকে তাদের দুজনকেই ১৫ আগস্টের মধ্যে দেশে ফেরার কথা বলা আছে। তারা ওই সময়ের মধ্যে ফিরেও আসবে। তবে কে কবে কখন আসবে, তা আমরা জানি না। কারণ সিপিএল খেলতে যাবার রিটার্ন টিকেট সাকিব ও মিরাজের নিজেদের করা। কাজেই ফেরার দিন ও সময় ঠিক আমাদের জানা নেই।’

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।