বৃষ্টিতে ভেসে গেছে শেষ দিনের প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১১ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ১৮ আগস্ট। এর মধ্যেই টাইগারদের প্রস্তুতি প্রায় শেষ। টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে চলছিল লাল ও সবুজ দলের প্রস্তুতি ম্যাচ। আজ ছিল প্রস্তুতি ম্যাচের শেষ দিন, তবে ভারি বর্ষণে মাঠে একটি বলও গড়াতে পারেনি। এমন তথ্যই জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ম্যাচের স্কোরার শওকত হোসেন।

সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল বলেও তিনি জানান। এরপর একসময় আম্পায়াররা শেষ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ম্যাচটি অমীমাংসিতভাবেই শেষ হয়। লাল দলের নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহীম ও সবুজ দলের নেতৃত্বে আছেন তামিম ইকবাল।

এর আগে গতকাল নাসির হোসেন ও মমিনুলের ব্যাটে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় তামিমের সবুজ দল। সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৮৩ রান। আর দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এক উইকেট হারিয়ে লাল দল সংগ্রহ করে ২৪ রান।

এর আগে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল মুশফিক বাহিনী।

এমএএন/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।