আরও সুযোগ-সুবিধা চান ফারজানা হক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৯ আগস্ট ২০১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) একাডেমিক মাঠে চলছিল অনূর্ধ্ব-১৯ ও হাই পারফরম্যান্স (এইচপি) দলে প্র্যাকটিস ম্যাচ। তাই বেশ ভিড় ছিল একাডেমিক মাঠের আশেপাশে। এরই একপাশে বসে একমনে খেলা দেখছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য। সেখানেই কথা হয় নারী ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফারজানা হকের সঙ্গে।

ক্যাম্প না থাকলেও ঢাকাতে নিয়মিত অনুশীলন করছেন। এ ব্যাপারে তিনি জাগো নিউজকে বলেন, 'আমার বাসা গাইবান্ধায়। সেখানে এখানকার মত এত সুযোগ-সুবিধা নেই। তাই এখানে থেকেই নিজে নিজে অনুশীলন করছি।'

এ ছাড়াও তিনি দলের উন্নতির জন্য আরও সুযোগ-সুবিধা চান। তিনি বলেন, ‘আমাদের যদি নিয়মিত ক্যাম্প হতো তাহলে আরও ভালো হতো। আর আমরা ভাইয়াদের মত ওতটা সুযোগ-সুবিধাও পাই না। সেটা পেলে আরও ভালো করতে পারবো।’

ক্যাম্প বন্ধ হওয়াতে কিছুটা আক্ষেপ ঝরে পড়লো এই ক্রিকেটারের কন্ঠে। তিনি বলেন, ‘আমাদের খেলার উন্নতির জন্য আরও ক্যাম্প করা দরকার। ম্যাচ খেলা দরকার। এখন বিসিবি সেটা কি করবেন তারাই ভালো জানেন।’

উল্লেখ্য, ফারজানার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১১ সালের ২৬ নভেম্বর আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। আর টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১২ সালের ২৮ আগষ্ট আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে।

এমএএন/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।