দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্ট সিরিজও জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৭ এএম, ০৮ আগস্ট ২০১৭

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক ইংল্যান্ড।

ইংল্যান্ডের দেওয়া ৩৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। ৪০ রান তুলতেই টপ অর্ডারে সেরা ৩ ব্যাটসম্যানকে হারায় প্রোটিয়ারা। তবে চতুর্থ উইকেট জুটিতে আমলা- ডু প্লেসি ১২৩ রান করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। দলীয় ১৬৩ রানে ব্যক্তিগত ৮৩ রান করা আমলা বিদায় নেন।

এরপর শেষ ৩৯ রান তুলতেই বাকি ৭ উইকেট হারায় প্রোটিয়ারা। ৬১ রান করে সাজঘরে ফেরেন ডু প্লেসি। ফলে ২০২ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ইংল্যান্ডের হয়ে মঈন আলী একাই নেন পাঁচ উইকেট। আর অ্যান্ডারসন ৩ উইকেট নেন ১৬ রানে।

এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৬২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২২৬ রানে। মঈন আলি অপরাজিত ছিলেন ৭৩ রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৪৩ রানে। মরনে মরকেল ৪টি এবং ডুয়ানে অলিভিয়ের ৩ উইকেট নেন।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।