হঠাৎ অসুস্থ, হাসপাতালে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৫ আগস্ট ২০১৭

এমনিতেই খুব ইনজুরিপ্রবণ। এ কারণে সিঁদুরে মেঘ দেখার মতো মাশরাফি বিন মর্তুজার কিছু হলেই চমকে ওঠেন ভক্ত-সমর্থকরা। শুধু ইনজুরিই নয়, মাঝে মধ্যে জ্বর-ঠান্ডা এমন কিছু খুব সহজেই কাবু করে ফেলে তাকে। এবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো।

জানা গেছে, আজ সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত বের হয়ে আসে মাশরাফির। এ কারণে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে যান তিনি। সেখানে ফুসফুসের পরীক্ষা করা হয়। অবশ্য পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘গুরুতর কিছু হয়নি মাশরাফির। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসায় সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাকে হাসপাতালে ভর্তি হতে হবে না।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।