অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তবুও আশাবাদী সৈকত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৪ আগস্ট ২০১৭

চোখে আঘাত লেগেছে মোসাদ্দেক হোসেন সৈকতের। জাগো নিউজকে বিষয়টা মোসাদ্দেক নিজেই নিশ্চিত করেছেন। চোখে আঘাত লাগার কারণে ডাক্তার তাকে পাঁচ দিনের বিশ্রাম দিয়েছেন। এ কারণেই মূলতঃ চট্টগ্রামে এক সপ্তাহের অনুশীলনে অংশ নিতে পারছেন না জাতীয় দলের উদীয়মান এই অলরাউন্ডার। তবুও তিনি আশাবাদী, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাবেন।

চট্টগ্রামে যেতে না পারলেও সতীর্থদের বিদায় জানাতে ঠিকই মিরপুরে বিসিবি একাডেমি ভবনের সামনে উপস্থিত হন মোসাদ্দেক সৈকত। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সেই ২০১৫ সাল থেকে আসার কথা বলেও আসছে না। অবশেষে তারা আসছে। এটা আমদের জন্য অনেক খুশির সংবাদ।’

দলের প্রস্তুতির বিষয়ে এ সময় তিনি বলেন, ‘তারা আসার বিষয়টা নিশ্চিত হওয়ার পরই আমরা আরও কঠোর প্রস্তুতি শুরু করেছি। তবে আমার কিছুটা দূর্ভাগ্যই বলতে হবে যে, চোখের সমস্যার জন্য চট্টগ্রাম ক্যাম্পে যেতে পারছি না।’

তবে অস্ট্রেলিয়া আসার খবরে বেশ আনন্দিত দেখা গেল এই অলরাউন্ডারকে, ‘অস্ট্রেলিয়া আসার খবরে আমরা বেশ এক্সাইটেড। আমাদের সবার মাঝেই এই টেস্টে ভাল কিছু করার প্রবল ইচ্ছা রয়েছে।’

এমএএন/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।