জাতীয় দলের ক্যাম্পে ডাক : নাঈমের চোখে-মুখে আনন্দের ঢেউ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৪ আগস্ট ২০১৭

নাঈম হাসান। অনুর্দ্ধ-১৯ দলের অফ স্পিনার। বেশ ভাল করছেন উদীয়মান এই বোলার। ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকেও। গত ১ আগস্ট বিসিবি থেকে ডেকে তাকে জানানো হয়, জাতীয় দলের সাথে তিনিও যাচ্ছেন চট্টগ্রামের ক্যাম্পে। তখন থেকেই তার ভেতরে কাজ করছে একটা চাপা উত্তেজনা। চোখে-মুখে দেখা গেলো আনন্দের ঢেউ।

আজ জাতীয় দল যখন চট্টগ্রামে যাওয়ার জন্য বিসবির একাডেমিক ভবনের সামনে অপেক্ষা করছিল, তখন সবার আগেই বাসের কাছে এসে উপস্থিত হন চট্টগ্রামের এই তরুণ। তখনও তার চোখে-মুখে আনন্দের ঝিলিক। মুখে ফুটে আছে এক চিলতে হাসি। বোঝাই যাচ্ছিল, জাতীয় দলের সাথে ক্যাম্প করার সুযোগটা সে খুব উপভোগ করছে।

জাতীয় দলের সাথে ক্যাম্প করতে পারার সুযোগের অভিমত ব্যক্ত করতে গিয়ে জাগো নিউজকে নাঈম বলেন, ‘আমি বেশ এক্সাইটেড। প্রথম যখন শুনি, আমাকে ক্যাম্পে ডাকা হয়েছে, তখন খুব ভাল লেগেছে। আর অনুর্ধ-১৯ দল থেকে শুধু আমি একা সুযোগ পেয়ছি, এটাও ভাল লাগার একটি বিষয়।’

চট্টগ্রাম টেস্টে যদি প্রথম একাদশে সুযোগ পেয়ে যান? এমন প্রশ্নের জবাবে চট্টগ্রামের এই তরুণ জাগো নিউজকে বলেন, ‘অবশ্যই লক্ষ্য থাকবে নিজ এলাকায় ভাল কিছু করার। দেশের হয়ে ভাল কিছু করাই তো স্বপ্ন।’

শুধু স্পিন বোলিং নয়, ব্যাট হাতেও পাকা এই তরুণ। নিজের ব্যাটিং নিয়ে জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি মূলতঃ মিডল অর্ডারে ব্যাট করি। বোলিং-এর পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করতে চাই।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে প্রশংসা পেয়েছেন এই তরুণ। তার কাছে এটাই যেন এখন বড় অনুপ্রেরণা, বড় পাথেয়। সাকিবের কথামত এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। নাঈম বলেন, ‘সাকিব ভাই আমাকে বলেছেন, নিজের বোলিং একশনটা যেন আমি ধরে রাখি।’

এমএএন/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।