রাজশাহীকে সেমিতে নেয়া প্রথম লক্ষ্য মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০১ আগস্ট ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পরিবর্তন করেছেন মুশফিকুর রহীম। বরিশাল বুলস থেকে পাড়িয়ে জমিয়েছেন রাজশাহী কিংসে। আনুষ্ঠানিকভাবে মুশফিককে রাজশাহীর আইকন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কে নতুন আশা খুঁজছে রাজশাহী।

বিপিএলের পঞ্চম আসরে রাজশাহী কিংসকে নিয়ে প্রাথমিক লক্ষ্যটা নির্ধারণ করে ফেলেছেন মুশফিক। আর সেই লক্ষ্যটা হচ্ছে- সেমিফাইনাল। শেষ চারে উত্তীর্ণ হলে তো ফাইনাল। সবচেয়ে বড় কথা হচ্ছে, শিরোপা জয়ের আশায়ই লড়াইয়ে নামার অপেক্ষায় মুশফিক।

দলকে ভালো অবস্থানে নিতে সতীর্থদের সহযোগিতা চান মুশফিক, ‘বিপিএলে যেটা হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে একা খেললে চলবে না। আর আমি ভালো খেললে টিম ভালো করবে সেটা কিন্তু কথা নেই। আগেরবারও নিজের দলে আমি সর্বোচ্চ রান স্কোরার ছিলাম। সাপোর্ট অন্য দিক থেকে না এলে অনেক কিছু করা যায় না। চেষ্টা থাকবে কমপক্ষে সেরা চারে যেন আমরা থাকতে পারি।’

‘যেটা হচ্ছে আমি চেষ্টা করি যেখানেই যাই নিজের শতভাগ দেয়ার। আমি চেষ্টা করব, সবাইকে নিয়ে ভালো কিছু করার। আর আমাদের দলের অনেকেই গতবার ভালো করেছে, ন্যাশনাল টিমেও খেলেছে।’-যোগ করেন রাজশাহীর আইকন।

বিপিএলের সার্বিক দিক নিয়ে মুশফিকের ভাষ্য, ‘আমার মনে হয়, আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম। যখন শুরু ছিল মানুষ সেভাবে নাম জানত না। এই চারটা বছরে বিপিএল শুরুর জন্য উন্মুখ হয়ে থাকে। প্রতি বছরেই উন্নতি হচ্ছে। এবার অনেকে দলও গুছিয়ে ফেলেছে। আশা করি, এবার খেলার মানও আগের চেয়ে ভালো হবে। আর এবার একটা দলও বাড়ছে।’

বিপিএলের পঞ্চম আসরে কোন দল চ্যাম্পিয়ন হবে? মুশফিকের জবাব, ‘বলা কঠিন, যে কোন দল চ্যাম্পিয়ন হবে। এমনকি কোন চারটা দল শীর্ষ চারের মধ্যে থাকবে সেটা বলাও কঠিন। আমি নিজে মনে করি, এবার সবকিছু ভালোভাবে শুরু হয়েছে। আমার হাতে যেটা আছে, আমি চেষ্টা করব মাঠে আরও ভালো খেলা উপহার দেওয়ার জন্য।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।