রোহিতের বিদ্রূপের জবাবে আমির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ৩০ জুলাই ২০১৭

বছর খানেক আগের ঘটনা। এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ আমিরকে নিয়ে প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে। ‘আপনার দৃষ্টিতে কাছে আমিরকে কীভাবে মূল্যায়ন করবেন? এমন প্রশ্ন শুনে বিদ্রুপাত্মক উত্তরই দিয়েছিলেন রোহিত। বলেছিলেন, ‘আমির একজন নরমাল (সাধারণ) বোলার!’

তখনই কিছু একটা বলতে পারতেন আমির। বলেননি। অপেক্ষায় ছিলেন কড়া জবাব দেয়ার। এক বছর পর রোহিতের বিদ্রুপাত্মক মন্তব্যের জবাব দিলেন পাকিস্তানি এই পেসার। জানালেন, প্রতিপক্ষ খেলোয়াড়কে সম্মান দেখানো উচিত। আমিরের বিশ্বাস, তার সম্পর্কে রোহিতের ধারণায় পরিবর্তন এসেছে।

সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকার দেন আমির। সেখানে রোহিতের সেই মন্তব্য নিয়ে আমিরের কাছে জানতে চাওয়া হয়। ২৫ বছর বয়সী পাকিস্তানি পেসার বলেন, ‘সেটা ছিল আমাকে নিয়ে তার মন্তব্য। এমন মন্তব্য করতেই পারে সে। আশা করছি, এখন তার মত পাল্টে গেছে। একটা বিষয় পরিষ্কার করে নেয়া ভালো যে, আমি কিন্তু কখনোই তাকে সাদামাটা ব্যাটসম্যান বলিনি। বরং তাকে অসাধারণ ব্যাটসম্যানই বলব। ভারতের হয়ে তার রেকর্ড দুর্দান্ত। আমি তাকে শ্রদ্ধা করি।’

কে কী বলল, তা নিয়ে খুব একটা চিন্তিত নন আমির। নিজের মতো করেই বোলিং করে যেতে চান। অবদান রাখতে চান দলে। আমিরের ভাষায়, ‘যেকোনো ক্রিকেটার নিয়ে রোহিতের মন্তব্য থাকতেই পারে। তবে সবার প্রতি শ্রদ্ধাবোধ থাকাই ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাকে নিয়ে কে কেী বলল, তা নিয়ে উদ্বিগ্ন নই।’

প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় আমিরের। এখন পর্যন্ত ২৮টি টেস্ট খেলেছেন তিনি। নামের পাশে যোগ করেছেন ৯৪টি উইকেট। ৩৬টি ওয়ানডে খেলা আমির পকেটে পুরেছেন ৫৫ উইকেট। ৩১টি টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৩৪টি।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।