বোর্ডকর্তাদের একহাত নিলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৯ জুলাই ২০১৭

বাংলাদেশ সফর করা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দ্বিমত ছিল না! কিন্তু বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্ব শুরু হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। দফায় দফায় আলোচনা করেও সমাধানে আসতে পারছে না। বেতন-ভাতার কথা উঠলেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দেয়, টাকার সংকট রয়েছে বোর্ডে!

টাকার সংকট থাকতেই পারে। তবে সংকটটা একমুখী কেন? প্রশ্ন ডেভিড ওয়ার্নারের। মানে, ক্রিকেটারদের বেতন বাড়াতে বললেই অর্থনৈতিক সমস্যা। অথচ বোর্ড কর্তাদের বেতন বন্ধ হয়নি। তারা বেতন পাচ্ছেন নিয়মিত। তাইতো ওয়ার্নার ক্ষোভ উগরে দিলেন একটি প্রশ্নের মাধ্যমে, ক্রিকেটারদের সমস্যাটা কোথায়?

বড় আক্ষেপ নিয়েই ওয়ার্নার বলেন,‘অস্ট্রেলিয়ার সব নারী ও পুরুষ ক্রিকেটার এটার (টাকার) জন্যই খেলতে চায়। আমরা তৃণমূল পর্যায়ে ৩০ মিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব করেছিলাম। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সেটা মানেনি। আমরা বোর্ডকে এর আগেও দুবার মধ্যস্থতার কথা বলেছি। তারা সেটাও প্রত্যাখ্যান করেছে। এখন তারা বলছে, অর্থের সংকট রয়েছে।’

বোর্ড কর্তাদের একহাত নিয়ে ওয়ার্নার বলেন, ‘দেখুন, ক্রিকেটাররা বেকার হয়ে বসে আছে। আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও তারা ট্রেনিং করছে। তবে অর্থ সংকট থাকা সত্ত্বেও বোর্ড কর্তাদের বেতন বন্ধ হয়নি। তারা নিয়মিত বেতন পাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের ভুলটা কোথায়?’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।