গলে অভিষেক শাস্ত্রী-হার্দিকের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৬ জুলাই ২০১৭

গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় হার্দিক পান্ডিয়ার। ২০১৬ সালে জানুয়ারিতে টি-টোয়েন্টি অভিষেক ঘটে তার। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আর ওয়ানডেতে প্রথম ম্যাচটা খেলেন ওই বছরেরই অক্টোবরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার টেস্ট অভিষেকটা হয়ে গেল হার্দিক পান্ডিয়ার। গল টেস্ট দিয়েই দীর্ঘ ফরম্যাটের পথচলা শুরু হলো তার।

এদিকে একই টেস্ট দিয়ে ভারতের কোচ হিসেবে অভিষেক হলো রবি শাস্ত্রীর। এর আগে অবশ্য ভারতের দলের সঙ্গে ছিলেন তিনি। তবে কোচ হিসেবে নয়, ডিরেক্টর হিসেবে।

ভারতের কোচ হিসেবে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখতে চাইবেন শাস্ত্রী। সেজন্য অবশ্য মাঠে লড়তে হবে কোহলি-পুজারাদের। গুরুকে জয় উপহার দিতে চাইবেন কোহলিরা।

শাস্ত্রী-হার্দিকের অভিষেকের ম্যাচে টস জিতে ব্যাট করছে ভারত। শুরুটা ভালোই হয়েছে তাদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৩৬* রান। শিখর ধাওয়ান ৮২ ও চেতশ্বর পুজারা ৪০ রানে ব্যাট করছেন। নুয়ার প্রদীপের শিকারে পরিণত হওয়া অরবিন্দ মুকুন্দ থেমেছেন ১২ রানে।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।