অনন্য মাইলফকের সামনে অশ্বিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ এএম, ২৫ জুলাই ২০১৭

তাকে ছাড়া ভারতের স্পিন অ্যাটাক ভাবা যায় না! বল হাতে প্রতিপক্ষকে তো একাই ধসিয়ে দেয়ার ক্ষমতা রাখেন। তিনি আর কেউ নন, ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অনন্য মাইলফকের সামনে দাঁড়িয়ে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

গল টেস্ট মাঠে গড়াবে আগামীকাল বুধবার। ওই টেস্ট খেলতে নামলেই টেস্ট ক্যারিয়ারের আরেকটি ‘ফিফটি’ হয়ে যাবে তার। মানে, ৪৯টি টেস্ট ম্যাচ খেলে ফেলা অশ্বিন খেলতে নামবেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট।

অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে অশ্বিন বলেন, ‘২০১৫ সালে গলে আমার পারফরম্যান্স ভালোই ছিল। প্রথম দিনই ছয় উইকেট তুলে নিয়েছিলাম। ম্যাচে ১০ উইকেট। সেখানেই ৫০তম টেস্ট খেলতে নামছি। গলে আমার অনেক ভালো স্মৃতি রয়েছে।’

৪৯টি টেস্ট খেলে নামের পাশে যোগ করেছেন ২৭৫টি উইকেট। ব্যাট হাতে করেছেন ১৯০৩ রান। ৪টি সেঞ্চুরির পাশাপাশি ১০ হাফ সেঞ্চুরিও রয়েছে তার। 

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।