মাহমুদউল্লাহর ইনজুরি গুরুতর নয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৪ জুলাই ২০১৭

জিম করতে গিয়ে কোমড়ে ব্যথা পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরি গুরুতর নয়। জানালেন বিসিবির চিকিৎসক মনিরুল আমিন। 

আজ শেরেবাংলায় উপস্থিত সাংবাদিকরে সাথে আলাপে মনিরুল আমিন বলেন, ‘মাহমুদউল্লাহর ইনজুরি খুব বড় না। এটা মাসল স্ট্রেইন। তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’ 

এদিকে আগের দিন শেরেবাংলার একাডেমির জিমে ওয়েট ট্রেনিং করতে গিয়ে কোমড়ের পিছনে টান পড়ে  মাহমুদউল্লাহর। ব্যথা অনুভব করায় চট জলদি তাকে অ্যাপোলো হাসপাতালে এমআরআই করতে নিয়ে যাওয়া হয়। এমআরআইয়ের রিপোর্ট ভালো। কোনো বড় ধরনের সমস্যা ধরা পড়েনি।

এআরবি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।