ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা
গল টেস্ট মাঠে গড়াবে ২৬ জুলাই। প্রস্তুতিটা সেরে রেখেছে শ্রীলঙ্কা! এবার মাঠে নামার পালা। তার আগে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কার ঘোষিত এই স্কোয়াডে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান প্রদীপ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন মালিন্দা পুষ্পাকুমারা। দিনেশ চান্দিমালের পরিবর্তে লঙ্কান টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ৩৮ বছর বয়সী স্পিনার রঙ্গনা হেরাথ।
নিউমোনিয়া চেপে বসেছে চান্দিমালের শরীরে। সুস্থতার জন্য থাকতে হচ্ছে মাঠের বাইরে। গতকাল শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেটের ম্যানেজার অাসানকা শুরুসিনহা চান্দিমালের রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীলঙ্কার টেস্ট দল :
রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, মালিন্দা পুষ্পাকুমারা ও নুয়ান প্রদীপ।
এনইউ/আরআইপি