নারী ক্রিকেটেও আইপিএল চালুর আহ্বান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৪ জুলাই ২০১৭

আইপিএলের ধাঁচে অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগ চালু আছে। ওই লিগে সিডনি থান্ডার্সের হয়ে খেলছেন ভারতীয় ব্যাটসম্যান হারমানপ্রীত কাউর। মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনালে ঝড় তুলেছিলেন তিনি। খেলেছেন ১৭১ রানের মহাকাব্যিক এক ইনিংস। তার ১১৫ বলের ইনিংসটি সমৃদ্ধ ২০টি চার ও ৭টি ছক্কায়।

বোঝাই যাচ্ছে, বিদেশি লিগে খেলে হারমানপ্রীতের ব্যাটিংয়ে ধার বেড়ে গেছে বহুগুণে। সেটাই যেন মনে ধরেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক মিতালি রাজের! এবার নারী ক্রিকেটেও আইপিএল চালুর আহ্বান জানালেন মেয়েদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানের সংগ্রাহক।

মিতালি রাজ মনে করেন, বিরাট কোহলি-রোহিত শর্মাদের আইপিএলের মতো মেয়েদের আইপিএল চালু হলে ভারতের নারী ক্রিকেটাররা উপকৃত হবেন। বিশ্ব ক্রিকেটে দাপিয়ে খেলতে পারবেন তারাও।

মিতালি রাজের ভাষায়, ‘আমাদের দলের দুজন খেলোয়াড় (স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কাউর) মেয়েদের বিগ ব্যাশে খেলছে। যদি আরও কয়েক খেলোয়াড় এমন লিগগুলোতে অংশ নিতে পারত, তা দলের জন্যই ভালো হতো। যদি আমাকে প্রশ্ন করেন, মেয়েদের আইপিএল কখন চালু করা দরকার? আমি বলব, সেটা আয়োজন করার সময় এখনই। মেয়েদের ক্রিকেট এখন গোটা বিশ্বজুড়েই। আপনি দেখবেন, যারা ঘরোয়া লিগগুলোতে ভালো করছে, তারা এবারের বিশ্বকাপে ভালো করেছে।’

প্রসঙ্গত, প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপের শিরোপা জেতার সুযোগ এসেছিল ভারতের সামনে। অল্পের জন্য সুযোগটি হাতছাড়া হয়েছে। লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে গেছে মিতালি রাজের দল।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।