পাকিস্তানে খেলতে যাবেন আমলা-ক্লার্করা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৩ জুলাই ২০১৭

আট বছর আগে পাকিস্তান ক্রিকেটে নেমে আসে অন্ধকার। শ্রীলঙ্কার টিম বাসে হামলা করে বসে সন্ত্রাসীরা। এরপর বেশ কয়েক বছরই পাকিস্তানে খেলতে যায়নি কোনো ক্রিকেট দল। জিম্বাবুয়েকে বুঝিয়ে-সুঝিয়ে নিয়ে দেশের মাটিতে সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান।

এতেও অবশ্য বড় দলগুলোর আতঙ্ক দূর হয়নি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো এখনও পাকিস্তানে খেলতে যায়নি। বাংলাদেশ দলের কয়েকবার যাওয়ার কথা শোনা গলেও তা বাস্তবে ধরা দেয়নি।

তবে নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের ফাইনাল সফলভাবেই আয়োজন করেছিল লাহোরে। বিশেষ এই উদ্যোগও কাজে দেয়নি। তবে আশা হারায়নি পাকিস্তান।

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান। ফাইনাল জয়ের পর অধিনায়ক সরফরাজের দাবি ছিল একটাই, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চাই। নিজের মাটিতে খেলতে চাই বড় দলগুলোর বিপক্ষে।’

তারই অংশ হিসেবে আবারও উদ্যোগ নিয়েছে পিসিসি। পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে আইসিসিও! আগামী সেপ্টেম্বরে একটি বিশ্ব একাদশ সফর করার কথা রয়েছে পাকিস্তানে। সেই একাদশে খেলবেন হাশিম আমলা, মাইকেল ক্লার্কদের মতো তারকারা! এমনটাই অবশ্য জানিয়েছেন পিসিবির সভাপতি শাহরিয়ার খান।

সেই সফরে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। দলটির কোচের ভূমিকায় থাকবেন জিম্বাবুয়ের গ্রেট অ্যান্ডি ফ্লাওয়ার। এ বিষয়ে পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে শাহরিয়ার খান বলেন, ‘মাইকেল ক্লার্ক, হাশিম আমলা, লুক রনকি, টিম পাইনের মতো আরও কিছু নাম শুনতে পাচ্ছি।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।