ইনজুরিতে মাহমুদউল্লাহ রিয়াদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৬ এএম, ২৩ জুলাই ২০১৭

প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। জিমনেশিয়ামে ওয়েট ট্রেনিং করতে গিয়েই মূলতঃ পিঠের মাংশপেশিতে টান লেগেছে রিয়াদের। এরপর তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে এখন চলছে জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনিং। ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে ফিটনেস ট্রেনিংয়ের আরও কয়েকদিন বাকি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় আসার পরই শুরু হবে ব্যাটে-বলে ক্রিকেটারদের ক্রিকেট প্র্যাকটিস।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে ওয়েট ট্রেনিং করতে গিয়ে পিঠে টান লাগে মাহমুদউল্লাহর। এরপর দেখা গেলো সেই ব্যাথার তীব্রতা বাড়ছে। এক পর্যায়ে ব্যাথার ধরণ জানতে মাহমুদউল্লাহকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হবে। এরপরই জানা যাবে ইনজুরির ধরণটা কী।

এআরবি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।