শাস্ত্রীর পছন্দের বোলিং কোচ বেছে নিল ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৮ জুলাই ২০১৭

জহির খানের নাম জোরেশোরেই শোনা যাচ্ছিল। দীর্ঘ মেয়াদে ভারতের বোলিং কোচ হচ্ছেন তিনি। সৌরভ-শচীন-লক্ষ্মণের কমিটির পছন্দের তালিকায় ছিলেন তিনিই। জহিরের বোলিং কোচ হওয়ার ব্যাপারটা যেন গুঞ্জন হিসেবেই থেকে গেল।

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী বেছে নিয়েছেন তার পছন্দের বোলিং কোচ ভরত অরুণকে। সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন সঞ্জয় বাঙ্গার। ভারতীয় দলের টিম ডিরেক্টরের পদে দায়িত্বকালীন শাস্ত্রীর কোর টিমে ছিলেন অরুণ-বাঙ্গার। 

শাস্ত্রীর ইচ্ছাতে সায় দিয়ে অরুণ-বাঙ্গার জুটিকে বেছে নিয়েছেন বোর্ডের সিওএ প্রধান বিনোদ রাই। তাই জহির-দ্রাবিড় নয়, কোচিংয়ের ভূমিকায় অরুণ-বাঙ্গারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে যাবেন ভারতের প্রধান কোচ। 

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।