পত্রিকা পড়েন না নাসির!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯ এএম, ১৬ জুলাই ২০১৭

পত্রিকা খুব একটা পড়েন না জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। আর ফেসবুকও খুব কম ব্যবহার করেন। ফলে সব ধরনের সমালোচনা তার নজরে কম পড়ে। আর তাকে নিয়ে নানা সমালোচনা তার মাথাতেই থাকে না খেলার সময় বলেই জানান এই ডানহাতি অলরাউন্ডার। তখন শুধু তিনি খেলাতেই মন দেন।

আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাউঞ্জে বসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসির আরও বলেন, ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়। আর আপনি আমাকে এক চোখে দেখবেন আর অন্যজন অন্য চোখে দেখবে এটাই স্বাভাবিক।’ এসময় তিনি সামাজিক যোগাযোগে তার জনপ্রিয়তার জন্যও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফিটনেস ক্যাম্প নিয়ে ‘মিস্টার ফিনিশার’ সাংবাদিকদের বলেন, ‘আমরা খেলোয়াড়, ভালো পারফর্ম করার জন্য ফিটনেস ৬০ ভাগ সাহায্য করে। আমি আমারটা ফিটনেস ট্রেনিং ক্যাম্প থেকে পাওয়ার চেষ্টা করছি। মনোযোগ আর প্রস্তুতি এখন ফিটনেস ট্রেনিং নিয়ে। ব্যাটিং-বোলিং শুরু করার পর সেখানেও ভালো করার চেষ্টা করব।’

দলে ফেরার ব্যাপারে এই টাইগার ক্রিকেটার বলেন, ‘দলে ফেরার জন্য আমি সিরিয়াস অনুশীলন করছি। দলে প্রবেশের সুযোগ আমার হাতে নেই। আমার করণীয় যেটা, সেটা আমি করছি। এতটুকু বিশ্বাস আছে, আমি যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে অবশ্যই জাতীয় দলে ঢুকব।’

অস্ট্রেলিয়া সিরিজের চেয়ে দক্ষিণ আফ্রিকা সফর নিয়েই ভাবছেন নাসির। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, জাতীয় দলের জার্সিতে সেখান থেকেই সূচনা হতে পারে নাসিরের । তার মতে, ‘টেস্ট সিরিজ নিয়ে তেমন কোনো লক্ষ্য নেই। ওয়ানডেতে যদি আমি খেলি অবশ্যই দল আমার থেকে যা চায়, সেটাই করার চেষ্টা করব।’

উল্লেখ্য, মাঠের বাইরের জীবনযাপন নিয়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম নাসির হোসেন। বরাবরই আলোচনায় থাকেন ফিনিশার খ্যাত এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির পর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারও এই নাসির!

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।