অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে বেশি উইকেট নিতে চান তাইজুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৫ জুলাই ২০১৭

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে সবার চেয়ে বেশি উইকেট নিতে চান বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা নিয়েও কিছুটা শঙ্কাও প্রকাশ করেছে ২৫ বছর বয়সী এই টাইগার ক্রিকেটার।

আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাংবাদিক লাইঞ্জে বসে এসব কথা বলেন তিনি। এসময় তিনি ব্যাটিং-এ আরও উন্নতি করার ব্যাপারেও আশাবাদী বলে জানান। কারণ হিসেবে তিনি বলেন, ‘মিরাজ ও সৈকতের সাথে তাল মিলিয়ে দলে টিকে থাকতে হলে অবশ্যই ব্যাটিংয়ে আমাকে উন্নতি করতে হবে।’

কেমন উইকেট চান? এ প্রশ্নের জবাবে এই স্পিনার বলেন, ‘যে উইকেটে আমরা ভালো খেলি, সেরকম উইকেট হলে ভালো হয়। ইংল্যান্ডের বিপক্ষে যে ধরণের উইকেট ছিলো, যে উইকেটে ভালো খেলেছি, সে রকম উইকেট হলে হয়তো দেশের জন্য ভালো হয়।’ 

দলের সাথে নিয়মিত একজন স্পিন কোচের প্রয়োজনীয়তাও অনুভব করেন তাইজুল, ‘স্পিন কোচের প্রয়োজন আছে মনে করি। দেশে যাদের সঙ্গে কাজ করি, আমি যেমন সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করি; তিনি আমাদের নানারকম সহায়তা করেন। আর বাইরের কোচ এলেও নিশ্চয় তার কাছ থেকে অনেক কিছু জানার ও শেখার থাকবে।’

উল্লেখ্য, ওয়ানডেতে তাইজুল বিশ্বরেকর্ড গড়েছিলেন অভিষেকে হ্যাটট্রিক গড়া প্রথম বোলার হিসেবে; কিন্তু ২০১৪ সালের ওই অবিস্মরণীয় কীর্তির পর ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা ঠিকভাবে দাঁড় করাতে পারেননি তিনি। তবে টেস্ট খেলেছেন ১৩টা। উইকেট নিয়েছেন ৪৮টি।

আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।