শাস্ত্রিকে মানতে পারছেন না গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১২ জুলাই ২০১৭

সব জল্পনা-কল্পনার অবসান হলো। ভারতের নতুন কোচের দায়িত্ব দেয়া হলো রবি শাস্ত্রিকেই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিদায়ী কোচ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। তাকে কোচ নিয়োগের দায়িত্ব ছিল ভারতীয় বোর্ডের গঠন করা ক্রিকেট পরামর্শক কমিটির। 

যে কমিটিতে শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলিও। ভারতের নতুন কোচ হিসেবে শাস্ত্রিকে মানতে পারছেন না সাবেক এই অধিনায়ক! তার মানে, কোনো চাপে অনিচ্ছা সত্ত্বেও বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে গাঙ্গুলিকে! ভারতীয় মিডিয়ার খবর এমনই।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘প্রথমে শাস্ত্রিকে কোচ করতে মোটেই রাজি ছিলেন না গাঙ্গুলি। তবে জহির খানকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়ায় আর আপত্তি করতে পারেননি গাঙ্গুলি। জহির খান এমন একজন বোলার, যার প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারোরই।’

জহির খানের প্রশংসায় ওই কর্তা আরও যোগ করেন, ‘জহির খান আধুনিক ক্রিকেটের সঙ্গে শুধু পরিচিতই নন, কোচিংয়েও যথেষ্ট অভিজ্ঞ। ক্যারিয়ারের শেষদিকে খেলার সময় জহির অনুজ বোলারদের মাঠেই পরামর্শ দিতেন। জাতীয় দলের উঠতি পেসাররা জহিরের থেকে অনেক কিছু শিখতে পারবে। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও বোলারদের মেন্টরের ভূমিকা পালন করেছে সে।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।