উমর আকমল বাদ, ভাগ্য খুলল ফাখর জামানদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১২ জুলাই ২০১৭

ইনজুরির ধকল সামলে উঠতে পারছেন না। গেছেন মুটিয়ে। ‘আনফিট’ উমর আকমল জায়গা হারিয়েছেন পাকিস্তান জাতীয় দলে। এবার আরও একটি দুঃসংবাদ পেলেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়লেন তিনি।

উমর আকমলের কপাল পুড়ল। আর তাতে ভাগ্যের দুয়ার খুলল ফাখর জামানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের আরেকটি স্বীকৃতিই বোধ হয় পেয়ে গেলেন তিনি। প্রথমবারের মতো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আসলেন ফাখর। ওই টুর্নামেন্টে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ফাহিম আশরাফ, হাসান আলি এবং শাদাব খান। তারাও প্রথমবারের মতো আওতায় আসলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে।

‘এ’ ক্যাটাগরিতে আছেন যারা : সরফরাজ আহমেদ, আজহার আলি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা : বাবর আজম, ইমাদ ওয়াসিম, আসাদ শফিক ও হাসান আলি।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন : ওয়াহাব রিয়াজ, রাহাত আলি, হারিস সোহেল, সামি আসলাম, শান মাসুদ, সোহেল খান, ফাখর জামান, জুনায়েদ খান, আহমেদ শেহজাদ, মোহাম্মাদ আব্বাস ও শাদাব খান।

‘ডি’ ক্যাটাগরিভুক্ত ক্রিকেটাররা : মোহাম্মদ নেওয়াজ, আসিফ জাকির, উসমান সালাউদ্দিন, আমির ইয়ামিন, উসমান সিনওয়ারি, ফাহিম আশরাফ, রুম্মন রইস, ইমামুল হক, বিলাল আসিফ, মির হামজা, উমর আমিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আসগর, মোহাম্মদ রিজওয়ান।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।