নর্দান টেরিটরিকে হোয়াইটওয়াশ করলেন এনামুল-লিটনরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১১ জুলাই ২০১৭

অস্ট্রেলিয়া সফরটা দারুণ কাটছে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটাতেও জয় পেয়েছেন এনামুল-লিটনরা। আজ নর্দান টেরিটরিকে ১৪১ রানে উড়িয়ে দিয়েছে এইচপি দল। তাতে ওয়ানডে সিরিজে স্বাগতিক নর্দান টেরিটরিকে হোয়াইটওয়াশ করেই ছাড়লেন এনামুল-লিটনরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি এইচপি দল। অলআউট হয়েছে ৪৮.৩ ওভার খেলে। তুলতে পেরেছে ২৫৯ রান। জবাবে ৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রানে থামে নর্দান টেরিটরির ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে নর্দান টেরিটরি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বসে তারা। নর্দান টেরিটরির পক্ষে সর্বোচ্চ ইনিংসটা ২৯ রানের। খেলেছেন ফ্রিম্যান। বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও আবুল হোসেন রাজু।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন এনামুল হক বিজয়। সমান ৪৬ রান করে আসে তাসামুল হক ও ইরফান শুক্কুরের ব্যাট থেকে। ইমতিয়াজ করেছেন ৩৯ রান। তানবির হায়দার খেলেছেন ৩৫ রানের ইনিংস।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।