বৃষ্টির পর ফের খেলা শুরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ এএম, ৩০ এপ্রিল ২০২৫

১৫-১৬ মিনিটের বৃষ্টির পর ফের চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। মাত্র ২.৪ ওভার খেলা হতেই বৃষ্টি নামে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা।

বাংলাদেশের ভক্তদের জন্য সুসংবাদ হলো- গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টি থামার পর যথারীতি ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশ দলের দুই অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯৩ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ৩২৬ রান। মিরাজ ৩৭ আর তাইজুল অপরাজিত ১৪ রানে। টাইগারদের লিড এখন ৯৯ রানের।

আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।