১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ এএম, ১৬ এপ্রিল ২০২৫
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও অবিশ্বাস্য জয় পেয়েছে পাঞ্জাব কিংস

পুঁজি মাত্র ১১১ রানের। রানবন্যার আইপিএলে এত কম পুঁজি নিয়ে ম্যাচ জয় তো স্বপ্নের মত। কিন্তু সেই স্বপ্নকেই আজ মঙ্গলবার বাস্তবে রূপ দিল পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও অবিশ্বাস্য এক জয় তুলে নিলো শ্রেয়াস আইয়ারের দল।

৭৯ রানেই কলকাতার ৫ উইকেট তুলে নিয়েছিল পাঞ্জাব। তখন মনে হয়েছিল, বাকি ২ উইকেট তুলে নিয়ে সহজেই জয় পাবে আইয়ারের দল। কিন্তু ইনিংসের ১৪তম ওভারে দুটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন আন্দ্রে রাসেল। ১৫ তম ওভারে কোনো বল খেলতে পারেনি তিনি। ওই ওভারে উইকেট বিলিয়ে দিয়ে আসেন বৈভব অরোরা। ১৬ তম ওভারে মার্কো জনসেনের এর প্রথম বলেই বোল্ড হন রাসেল। এতে বিজয়উল্লাস শুরু করে পাঞ্জাব। ১৫.১ ওভারে ৯৫ রানে অলআউট হয় কলকাতা। এতে ১৬ রানের জয় পায় পাঞ্জাব।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার মহারাজা যুজব্ন্দ্রে সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫.৩ ওভারে ১১১ রানে অলআউট হয় স্বাগতিক পাঞ্জাব।

দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩০ রান করেন প্রভশিমরন সিং। প্রিয়ানশ আর্য ১২ বলে ২২, শশাঙ্ক সিং ১৭ বলে ১৮, জ্যাভিয়ের বার্টলেট ১১ ও নেহার ওয়াধেরা ১০ রান করেন। বাকিরা দুই অংক স্পর্শ করতে পারেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলকাতার হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেন এনক্রিশ রঘুবংশী। ১৭ রান করে নেন অধিনায়ক আজিঙ্কে রাহানে ও রাসেল। বাকিরা ছিলেন এক অঙ্কে বন্দি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বল হাতে কলকাতার হয়ে হর্ষিত রানা ২৫ রানে ৩ উইকেট, সুনিল নারিন ১৪ ও বরুণ চক্রবর্তী ২১ রানে ২টি করে উইকেট নেন। পাঞ্জাবের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করেন যুজবেন্দ্র চাহাল। ১৭ রানে ৩ উইকেট নেন মার্কো জানসেন।

এমএইচ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।