বিফলে জাহিদুজ্জামানের সেঞ্চুরি, দুর্দান্ত জয় বিজয়ের গাজী গ্রুপের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫১ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এতে তিনে থেকে সুপার লিগে গেছে এনামুল হক বিজয়ের দল।

আজ বৃহস্পতিবার বিকেএসপি ৪ নম্বর মাঠে ৩০১ রান করে গাজী গ্রুপ। জবাবে ৪৩.১ ওভারে ২৫০ রানে অলআউট হয় ব্রাদার্স।

বিজ্ঞাপন

ব্রাদার্সের হয়ে একাই লড়াই করেন জাহিদুজ্জামান খান। ৯২ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু তার অসাধারণ ইনিংসটি ব্রাদার্সের কোনো কাজে আসেনি। তাকে সহায়তা করেছেন শুধু ওপেনার মাহফুজুল ইসলাম রবিন। ৫৪ বলে ৫৫ রান করেন তিনি। বাকিদের কেউ আর ত্রিশের কোটাও পার হতে পারেননি।

এর আগের শামসুর রহমানের শুভর ৯০ বলে ৮৪ ও মোহাম্মদ সালমান হোসেন ইমনের ৫০ রানের সুবাদে ৩০১ রানের পুঁজি গড়ে গাজী গ্রুপ। এছাড়া শামীম মিয়া ৪২ বলে ৪২, এনামুল হক বিজয় ৪৮ বলে ৩৭ ও মুনিম শাহরিয়ার ৩৩ বলে ৩৫ রান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ব্রাদার্সের হয়ে বল হাতে ৬৪ রানে ৪ উইকেট শিকার করেন সুমন খান। গাজী গ্রুপের হয়ে ৫২ বলে ৬ উইকেট দখল করেন ওয়াসি সিদ্দিক।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।