বিজয়ের ব্যাটে আরও একটি বড় জয় পেলো গাজী ক্রিকেটার্স

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১০ এপ্রিল ২০২৫

এনামুল হক বিজয়ের ব্যাট কথা বলেই চলেছে। আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক। তার ব্যাটে চড়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএপসির তিন নম্বর গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাব দিতে নেমে গাজীর বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখে ৩১.৫ ওভারেই ১৩২ রানে থেমে যায় পারটেক্স। যদিও তাদের ৯ উইকেট পড়েছিল। মোহর শেখ ইনজুরির কারণে ব্যাট করতে নামতে পারেনি।

বিজ্ঞাপন

টস জিতেছিলেন পারটেক্সের অধিনায়ক আলাউদ্দিন বাবু। টস জিতেই ব্যাট করার জন্য তিনি আহ্বান জানান গাজী গ্রুপ ক্রিকেটার্সের এনামুল হক বিজয়কে। ব্যাট করতে নেমে শুরুতেই মুনিম শাহরিয়ারের (৪) উইকেট হারিয়ে বসে গাজী। এরপর সাদিকুর রহমান এবং এনামুল হক বিজয় মিলে গড়ে তোলেন ১০১ রানের অনবদ্য এক জুটি।

৫৩ বলে ৪৬ রান করে আউট হয়ে যান সাদিকুর রহমান। এনামুল হক বিজয় ৯০ বলে করেন সর্বোচ্চ ৭৮ রান। আমিনুল ইসলাম বিপ্লব চার নম্বরে নামলেও মাত্র ৩ রান করে আউট হয়ে যান। তবে ৫ ও ৬ নম্বরে নামা সাব্বির হোসেন শিকদার এবং শামিম মিয়া দুটি হাফ সেঞ্চুরির ইনিংস খেলে গাজী গ্রুপের স্কোর ৩০০ পার করে দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাব্বির হোসেন শিকদার ৬৫ বলে ৬৪ এবং শামিম মিয়া খেলেন ৫৩ বলে ৫৩ রানের ইনিংস। তোফায়েল আহমেদ ২০ বলে করেন ৩৭ রান। ৭ উইকেট হারিয়ে ৩০২ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পারটেক্স গ্রুপের ওপেনার আদিল ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি গাজী গ্রুপের সামনে। ১৩ বলে ১৯ রান করে ওপেনার মইনুল ইসলাম দীপ আউট হন। ৮৫ বল খেলে ৫৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন আদিল। এছাড়া আহরার আমিন পাইন ১৭ ও তানভির হোসেন করেন ১৭ রান। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত ৩১.৫ ওভারেই ১৩২ রানে থেমে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব।

শামিম মিয়া ৫৩ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।