বিফলে অলক কাপালির ফিফটি, জিতলো ইমরুলের অগ্রণী ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে বাদার্স ইউনিয়ন ৯ ম্যাচ খেললেও দলের অন্যতম অভিজ্ঞ তারকা অলক কাপালি খেলেছেন ৭টিতে। এর মধ্যে প্রথম ৬ ইনিংসের একটি (৯*) বাদ দিয়ে বাকি সবগুলোতেই (১৯, ৩০, ৩৩, ৩১, ১৯*) ব্যাট হাতে দুই অংক ছুঁয়েছেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। পাননি কোনো ফিফটিও।

অবশেষে আজ সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে মৌসুমের প্রথম ফিফটির দেখা পেলেন অলক কাপালি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তার লড়াকু ফিফটি কোনো কাজে আসেনি। ইমরুল কায়েসের দল অগ্রণী ব্যাংকের কাছে ৪ উইকেটে হেরে গেছে অলকের দল বাদার্স।

বিজ্ঞাপন

আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৮ রান করে বাদার্স। জবাবে দলগত পারফরম্যান্সে ৪৮.৪ ওভারে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় অগ্রণী ব্যাংক।

৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাদার্সের হয়ে ৫৮ বলে ৫৭ রান করেন অলক কাপালি। এছাড়া মিজানুর রহমান ৪৪, সোহাগ গাজী ৩৪, আইচ মোল্লা ৩৩ ও বিশাল চৌধুরী ২১ রান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অগ্রণী ব্যাংকের হয়ে হার না মানা ৩৫ বলে ৪৫ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন শুভাগত হোম। এছাড়া ওপেনার সাদমান ইসলাম ৫৬ বলে ৪৪, মার্শাল আইয়ুব ৫৯ বলে ৪১ ও অমিত হাসান ৪০ বলে ২১ রান করেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বল হাতে অগ্রণী ব্যাংকের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন তাইবুর রহমান। বাদার্সের জায়েদ উল্লাহ নেন ২ উইকেট।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।