‘চিরকুট উদযাপন’ করে বড় শাস্তির মুখে দিগ্বেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ০২ এপ্রিল ২০২৫

পাঞ্জাব কিংসের কাছে গতকাল মঙ্গলবার পাত্তাই পায়নি লখনৌ সুপার জায়ান্টস। ৮ উইকেট আর ২২ বল হাতে রেখে রিশাভ পান্তের দলকে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব।

এই ম্যাচে লখনৌর স্পিনার দিগ্বেশ ভালো পারফরম্যান্স করলেও অন্যরা ছিলেন একেবারেই মলিন। দলের হারের কষ্টের মধ্যে নিজের ভালো করার স্বাদও নিতে পারলেন না দিগ্বেশ।

লেগব্রেক স্পিনারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তার অপরাধ ‘চিরকুট উদযাপন’। পাঞ্জাব ওপেনার প্রিয়ানশ আর্যকে আউট করে এ উদযাপন করেছিলেন তিনি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিগ্বেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামের এ ম্যাচে জরিমানার সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।

বিসিসিআইর বিবৃতিতে বলা হয়েছে, ‘লখনৌ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিং আইপিএল আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা গুণবে। তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।’

দিগ্বেশ আর্টিকেল ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।

কিংবদন্তি ক্রিকেট বিশ্লেষক সুনিল গাভাস্কারও দিগ্বেশের এই উদযাপনকে ভালোভাবে নেননি। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি বুঝতে পারি যদি ব্যাটসম্যান আগের বলে ছক্কা বা বাউন্ডারি মারার পর বোলার উইকেট পেয়ে সেলিব্রেশন করে। কিন্তু একজন বোলারের ছয়টি বল থাকে। যদি পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান, আর তখন আপনি এমন কিছু করেন, সেটা অপ্রয়োজনীয় মনে হয়। এসব ইঙ্গিত করে যে আপনি নিজের উইকেট পাওয়ার সম্ভাবনা নিয়েই আত্মবিশ্বাসী ছিলেন না, তাই এখন উইকেট পেয়ে দেখানোর চেষ্টা করছেন।’

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।