মিকু-তাবিউর-কোহিনুরের বিদায় হলেও টিকে গেলেন চপল

ক্রীড়াঙ্গনের আদুভাই খ্যাত যে কয়জন সংগঠক আছেন তাদের অন্যতম কুস্তির তাবিউর রহমান পালোয়ান, হ্যান্ডবলের আসাদুজ্জামান কোহিনুর, ভলিবলের আশিকুর রহমান মিকু, রোইংয়ের হাজী মো. খোরশেদ আলম ও আরচারির কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
ওপরের তিন সংগঠক দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নেতৃত্বে রদবদল আসছে।
ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে একের পর এক নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। লম্বা সময় ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে থাকাদের বিদায় দিয়েছে সরকার।
তারই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদকের পদ ছাড়তে হয়েছে ভলিবলের আশিকুর রহমান মিকু, হ্যান্ডবলের আসাদুজ্জামান কোহিনুর ও কুস্তির তাবিউর রহমান পালোয়ানকে। তবে ব্যতিক্রম শুধু আরচারির কাজী রাজীব উদ্দিন চপল।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ তিনটি ফেডারেশনের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। যার মধ্যে আছে আরচারিও। কিছুদিন ধরেই আলোচনায় ছিল আরচারির সাধারণ সম্পাদকের পদে চপল থাকছেন কিনা তা নিয়ে। শেষ পর্যন্ত সাধারণ হিসেবেই রেখে দেওয়া হয়েছে তাকে।
২০০২ সালে অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে দেশে শুরু হয় আরচারির কার্যক্রম। তখন থেকেই তিনি পালন করে আসছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব। ২০০৬ সালে জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশন হিসেবে স্বীকৃতি দেয় আরচারিকে। টানা ২৩ বছর ধরে সাধারণ সম্পাদক পদে থাকা কাজী রাজীব উদ্দিন চপল আবারও দায়িত্ব পাওয়ার পেছনে এই খেলার সাফল্যই অনুঘটক হিসেবে কাজ করেছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরচারির পথচলার কারিগর চপলই। তাই তো ক্রীড়া উপদেষ্টার 'গুরুত্বপূর্ণ পদে দুই মেয়াদের বেশি নয়' ঘোষণা বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর হলেও ব্যতিক্রম হলো আরচারিসহ দুটি ফেডারেশনে। অন্যটি স্কোয়াশ। সেখানে কামরুল ইসলামকেই রেখে দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে।
আরচারির নতুন সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে।
বৃহস্পতিবার নতুন কমিটি পাওয়া আরও দুই ফেডারেশন হলো- খো খো ফেডারেশন ও বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশন।
ফজলুর রহমান বাবুলকে বিদায় করে খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় মীর কাইসার সাদিক সজীবকে। এই ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এইচ এম জিয়াউল হক। আর বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন তালহা জুবায়ের।
এ নিয়ে চার দফায় ২৪ ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হলো।
আরআই/এমএইচ/জেআইএম