শেইফার্টের তাণ্ডব, ১০ ওভারেই উড়ে গেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৬ মার্চ ২০২৫

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচেই কেবল অন্য পাকিস্তানকে দেখা গিয়েছিল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জিতেছিল ৯ উইকেটের বড় ব্যবধানে। বাকি চার ম্যাচে খুঁজেই পাওয়া গেলো না বাবর-রিজওয়ানহীন তরুণ পাকিস্তানকে।

ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টিম শেইফার্টের দানবীয় ব্যাটিংয়ে পাকিস্তানকে ১০ ওভারেই হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটি তারা জিতেছে ৮ উইকেটে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে নিজের করে নিলো স্বাগতিকরা।

স্কাই স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কিউই বোলারদের সামনে একদমই সুবিধা করতে পারেনি পাকিস্তান। ৯ উইকেটে ১২৮ রানে থেমে যায় সফরকারি দলের ইনিংস। অধিনায়ক সালমান আগাই যা একটু লড়াই করেছেন। ৩৯ বলে ৫১ রান আসে তার ব্যাট থেকে।

jagonews24

এছাড়া সাত নম্বরে নেমে শাদাব খান ২০ বলে ২৮ এবং ওপেনিংয়ে মোহাম্মদ হারিস ১৭ বল খেলে করেছিলেন ১১ রান। বাকি ব্যাটারদের কেউ দুই অংকও ছুঁতে পারেননি।

জিমি নিশাম ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় একাই নেন ৫টি উইকেট।

জবাবে টিম শেইফার্টের দানবীয় ব্যাটিংয়ে ১০ ওভারেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। শেইফার্ট একটুর জন্য সেঞ্চুরিটা পাননি। ৩৮ বলে ৬ চার আর ১০ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন কিউই ওপেনার। এছাড়া ১২ বলে ২৭ করেন ফিন অ্যালেন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।