এভারকেয়ার হাসপাতালে তামিম, রাতে দেখতে যাবেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৫ মার্চ ২০২৫

মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন তামিম ইকবাল। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা তামিমকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে এসেছেন।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেপিজে হাসপাতাল ছেড়েছেন তামিম। হুইলচেয়ারে করে বের করে আনা হয় তাকে। এরপর অ্যাম্বুলেন্সে ওঠেন তামিম।

বিজ্ঞাপন

প্রটোকলসহ তামিমের অ্যাম্বুলেন্স আসে ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানেই পরবর্তী চিকিৎসা চলবে দেশসেরা ওপেনারের।

এদিকে জানা গেছে, তামিমকে দেখতে রাত ১০টায় এভারকেয়ার হাসপাতালে যাবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে কেপিজে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব বলেছিলেন, তামিম আপাতত শঙ্কামুক্ত হলেও তাকে ৭২ ঘণ্টা কোথাও স্থানান্তর না করাটাই হবে সবচেয়ে ভালো। স্থানান্তর করতে গেলে কোনো ঝুঁকি তৈরি হতে পারে।

তবে এতটা সময় অপেক্ষা করতে মন সায় দেয়নি তামিমের পরিবারের। তারা সিদ্ধান্ত নেন, সন্ধ্যার পরপরই তামিমকে নিয়ে আসা হবে ঢাকার এভারকেয়ার হাসপাতালে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।