হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বের হয়ে অ্যাম্বুলেন্সে তামিম

অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসছেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেপিজে হাসপাতাল ছেড়েছেন তামিম।
সাভারের হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বের করে আনা হয় তামিমকে। এরপর তিনি অ্যাম্বুলেন্সে ওঠেন।
প্রটোকল দিয়ে তামিমের অ্যাম্বুলেন্স আসছে ঢাকার এভারকেয়ার হাসপাতালের পথে। সেখানেই পরবর্তী চিকিৎসা চলবে দেশসেরা ওপেনারের।
এর আগে কেপিজে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব বলেছিলেন, তামিম আপাতত শঙ্কামুক্ত হলেও তাকে ৭২ ঘণ্টা কোথাও স্থানান্তর না করাটাই হবে সবচেয়ে ভালো। স্থানান্তর করতে গেলে কোনো ঝুঁকি তৈরি হতে পারে।
তবে এতটা সময় অপেক্ষা করতে মন সায় দেয়নি তামিমের পরিবারের। তারা সিদ্ধান্ত নেন, সন্ধ্যার পরপরই তামিমকে নিয়ে আসা হবে ঢাকার এভারকেয়ার হাসপাতালে।
এমএমআর/এএসএম