তামিমকে 'ভাই' সম্বোধন করে আবেগঘন স্ট্যাটাস সাকিবের

একটা সময় তারা ছিলেন প্রাণের বন্ধু। মাঝে দুজনের সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। তবে তামিমের অসুস্থতায় সাকিবের ভীষণ কষ্ট হচ্ছে ঠিকই।
আজ ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হঠাৎ বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। অবস্থা সংকটাপন্ন ছিল। হার্টে রিং পরানোর পর কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে এখনও শঙ্কামুক্ত নন।
এদিকে আজ (২৪ মার্চ) ছিল সাকিব আল হাসানের জন্মদিন। জন্মদিনে বন্ধু তামিম ইকবালের অসুস্থতার কথা শুনে দুঃখ ভারাক্রান্ত সাকিবের হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব সে কষ্টের কথা শেয়ার করেছেন।
সাকিবের স্ট্যাটাসটি জাগো নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।
তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!
এমএমআর/এমএইচআর