আইপিএল
টস জিতে লখনৌকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি

আইপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি রিশাভ পান্তের লখনৌ সুপার জায়ান্টস এবং অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস।
বিশাখাপত্তমে টস জিতে ফিল্ডিং নিয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে লখনৌকে ব্যাটিং করার আমন্ত্রণ করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
লখনৌ একাদশ
নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, এইডেন মার্করাম, রিশাভ পান্ত (অধিনায়ক) ডেভিড মিলার, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, প্রিন্স যাদব, দিগভেশ রাথি।
দিল্লি একাদশ
ফাফ ডু প্লেসি, জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ, অভিষেক পোরেল, সামির রিজভি, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদিপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার।
এমএমআর/এএসএম