জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম

তামিম ইকবালের অবস্থা সংকটাপন্নই ছিল। যে অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে ফেরার সম্ভাবনা ছিল খুবই কম। এখনো শঙ্কামুক্ত নন জাতীয় দলের সাবেক ওপেনার।
তবে স্বস্তির খবর হলো, তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, কথাও বলেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু জাগো নিউজকে নিশ্চিত করেন এ খবর। তিনি আরও জানিয়েছেন, জ্ঞান ফেরার পর তামিম মায়ের সঙ্গে কথা বলেছেন।
এদিকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন (সাবেক জাতীয় ক্রিকেটার) তামিমের খুব কাছাকাছি আছেন। তার নিজেরও কয়েক বছর আগে হার্ট অ্যাটাকের পর রিং পরানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এ ধরনের অসুস্থতার সঙ্গে পরিচিত তিনি।
সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, তামিমের যে অবস্থা হয়েছিল, সেখান থেকে ফেরার সম্ভাবনা থাকে খুব কম। আল্লাহর অশেষ রহমত এবং ভক্ত-সমর্থকদের দোয়ায় তামিম সেই জায়গা থেকে অনেকটা উন্নতির পথে।
এর আগে সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টস করে এসে দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।
শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। নেওয়া হয় স্থানীয় কেপিজে (সাবেক ফজিলাতুন্নেছা) হাসপাতালে। সেখানে তাৎক্ষণিক তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
একই সঙ্গে হেলিকপ্টারও ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি।
অবস্থা সংকটাপন্ন হওয়ায় কেপিজে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় তামিমকে। এরপর রাখা হয় লাইফ সাপোর্টে। হাসপাতালে রয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং তামিমের পরিবারের সদস্যরা।
এআরবি/এমএমআর/এমএস