অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৪ মার্চ ২০২৫

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। ফলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর দেখে নেওয়া হয় আইসিইউতে। অবস্থা সংকটাপন্ন হওয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিমকে। তার বিষয়ে ডাক্তাররাও কোনো কিছু আপাতত নিশ্চয়তা দিতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।’

সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।

বিজ্ঞাপন

শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত হেলিকপ্টার ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য। কিন্তু চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি। কারণ, হেলিকপ্টারে তোলার সময়ই আবার লুটিয়ে পড়েন তিনি।

অবস্থা বেগতিক দেখে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয় তামিমকে। সঙ্গে সঙ্গেই আইসিইউতে নেয়া। এখন রয়েছেন লাইফ সাপোর্টে। তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল এবং মোহামেডান কর্মকর্তা সাজ্জাদ আহমেদ শিপন ও তারিকুল ইসলাম টিটু। জানা গেছে, দুটি হার্ট অ্যাটাক হয়েছে তারা। যার মধ্যে একটা ম্যাসিভ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটুর সঙ্গে কথা বলেছে জাগোনিউজ। তিনি জানিয়েছেন, ‘তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।’

সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। টস করে এসে আমাকে জানালো, ভালো লাগতেছে না। বুকে ব্যথা করতেছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছি। এখন ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। বাকি আল্লাহই ভালো জানেন, তার কি হবে!’

ঢাকা প্রিমিয়ার লিগে আজ মাঠে গড়িয়েছে অষ্টম রাউন্ডের খেলা। বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি মোহামডোন ও শাইনপুকুর। টস করতে নামলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টস করে ড্রেসিং রুমে ফিরেই বললেন, আমার অস্বস্তি লাগছে। এরপরই মুহূর্তের মধ্যেই অবস্থা খারাপ হতে থাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু প্রথমে জাগো নিউজকে বলেন, ‘তামিমের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সম্ভবত হার্ট অ্যাটাক করেছে। স্থানীয় কেপিজে হাসপাতালে আনা হয়েছে। সবার দোয়া চাই।’

মোহামেডান এবং বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম জাগোনিউজকে বলেন, ‘তামিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তার বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং এভারকেয়ার হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। হেলিকপ্টারে তোলার আগ মুহূর্তে আবারও কলাপ্স করে। এ কারণে তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয়।’

আজ দুপুরে ছিল বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। তামিমের এই অবস্থার কারণে, সভা স্থগিত করা হয়। বিসিবি পরিচালক ও কর্মর্তারা আপাতত এখন তামিমের বিষয়ে সর্বোচ্চ মনযোগী।

বিজ্ঞাপন

এআরবি/আইএইচএস/

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।