কোয়াবের নতুন আহ্বায়ক কমিটির চেয়ারম্যান সেলিম শাহেদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৩ মার্চ ২০২৫

অবশেষে বদল হলো ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কমিটি। দীর্ঘদিন কোয়াবের আহ্বায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়, সদস্য সচিবের দায়িত্ব পালন করেন দেবব্রত পাল।

রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বিসিবি থেকে পদত্যাগ করেছেন। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডের অনেক পরিচালকের মতো নাইমুর রহমান দুর্জয়ও ক্রিকেটাঙ্গন থেকে দূরে। খুব স্বাভাবিকভাবে কোয়াবের কার্যক্রম থেকেও সরে গেছেন তিনি।

সভাপতি বিহীন কোয়াবের কার্যক্রমও ঝুলে পড়েছিল। অবশেষে আজ কোয়াবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

১৩ সদস্যর কোয়াব আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান ম্যাচ রেফারি সেলিম শাহেদ। বর্তমান প্রজন্ম তাকে ম্যাচ রেফারি হিসেবে চিনলেও সেলিম শাহেদ ৯০ দশকের নামী ও সুপ্রতিষ্ঠিত ক্রিকেটার।

মোহামেডানের হয়ে ৯০ দশকের লম্বা সময় বেশ সুনামের সঙ্গে ঢাকার ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছেন টপঅর্ডার কাম অফস্পিনার সেলিম শাহেদ। ১৯৯৪ সালে কেনিয়ায় হওয়া আইসিসি ট্রফিতে বাংলাদেশের নিয়মিত সদস্য ছিলেন তিনি।

কোয়াবের ১৩ সদস্যর আহ্বায়ক কমিটির সদস্য রাখা হয়েছে সংগঠনের দীর্ঘদিনের সেক্রেটারি দেবব্রত পালকেও।

বিজ্ঞাপন

এছাড়া জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনকেও রাখা হয়েছে কোয়াবের আহ্বায়ক কমিটিতে। এ দুজন ছাড়া জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুলকেও সম্পৃত্ত করা হয়েছে।

উপরের ৫ জনের বাইরে ৮ বিভাগ থেকে ৮ ক্রিকেটারের প্রতিনিধিও রাখা হয়েছে কোয়াবের নতুন অ্যাডহক কমিটিতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এআরবি/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।