আইপিএলের সাদামাটা উদ্বোধন
টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠালো বেঙ্গালুরু

সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ইডেন গার্ডেনসে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বেঙ্গালুরু। অর্থাৎ ঘরের মাঠে কলকাতা প্রথমে ব্যাটিং করবে।
আইপিএলের নতুন মৌসুমের সূচনা করেছেন বলিউড সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তার মুখে শোনা গেলো প্রতিযোগিতার ১০টি দলের নাম। এরপর শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য ডেকে নেন শাহরুখ।
শ্রেয়া ঘোষাল গান গেয়ে যাওয়ার পর নাচতে উঠেন দিশা পাটানি। তার নিজের ছবির গানে নাচতে দেখা গেছে বলিউডের নায়িকাকে।
গান গেয়েছেন রকস্টার কর্ণ আওজলাও। এরপর ইডেনে দেখা গেছে অ্যানামরফিক প্রোজেকশন। তার মাধ্যমে প্রতিটি দলের লোগো ফুটে উঠে মাঠে। এরপর বোর্ড কর্তাদের মঞ্চে ডেকে নেন শাহরুখ।
ট্রফি নিয়ে মঞ্চে উঠেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্ক রাহানে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। সেখানে তারা জানিয়ে দিলেন, দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে নামবেন।
এছাড়া বিরাট কোহলিকে ১৮ বছরের আইপিএল ক্যারিয়ারের জন্য একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। তার পরে কেক কাটেন সবাই মিলে।
এমএমআর/জেআইএম