তৃতীয় টি-টোয়েন্টি

বাঁচামরার ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ২১ মার্চ ২০২৫

নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতেই হার। পাঁচ ম্যাচ সিরিজে আজ হারলেই সিরিজ খুইয়ে বসবে পাকিস্তান। অকল্যান্ডে বাঁচামরার এই লড়াইয়ে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা হারে ৫ উইকেটে। ফলে আর একটি ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে সফরকারীদের।

বিজ্ঞাপন

এই সিরিজে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বাদ দিয়ে একদম নতুন চেহারার দল গড়েছে পাকিস্তান। শক্তিমত্তায় তাই অনেকটাই পিছিয়ে পড়েছে তারা।

নিউজিল্যান্ড একাদশ
টিম শেইফার্ট, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচ হেই, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ইশ সোধি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ
মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, শাদাব খান, আবদুল সামাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, হারিস রউফ।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।