জরুরি ভিত্তিতে কলকাতার ম্যাচ সরে গেল গুয়াহাটিতে

আইপিএল ২০২৫ আসরে গ্রুপ পর্বের ম্যাচে আগামী ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টস। এ ম্যাচটি হওয়ার কথা ছিল কলকাতার হোম ভেন্যু ইডেন গার্ডেন্সে।
জরুরি ভিত্তিতে ম্যাচটি কলকাতা থেকে গুয়াহাটিতে স্থানান্তর করা হয়েছে। কলকাতা পুলিশ ওই দিন শহরে 'রাম নবমী' উদযাপনের কারণে আইপিএল ম্যাচের নিরাপত্তা প্রদান করতে অপারগতা প্রকাশ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার পিটিআইকে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গ জুড়ে এই উৎসব উপলক্ষে ২০,০০০-এর বেশি শোভাযাত্রা আয়োজন করা হবে।
ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়ে পিটিআইকে গাঙ্গুলি বলেন, ‘আমরা বিসিসিআইকে ম্যাচ পুনঃনির্ধারণের বিষয়ে জানিয়েছি। তবে পরবর্তী কোনো তারিখে কলকাতায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা নেই। এখন শুনছি যে এটি গুয়াহাটিতে স্থানান্তরিত হবে।’
ঘরের মাঠে লখনৌর বিপক্ষে কলকাতার ম্যাচটি দর্শকদের কাছে ব্যাপক গুরুত্ব পাচ্ছে। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে খেলা হওয়ায় এ ম্যাচে কলকাতার সমর্থক বেশি থাকবে। তবে আশা করা হচ্ছে, লখনৌর দর্শকদের উপস্থিতিও থাকবে ব্যাপক। কেননা লখনৌর মালিক কলকাতাভিত্তিক আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা।
এমএইচ/