চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা রোহিতদের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২০ মার্চ ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আইসিসির প্রাইজমানি তো পেয়েছেনই। এবার দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকেও বড় অংকের পুরস্কার পাচ্ছেন রোহিত শর্মারা। ভারতীয় দলের জন্য ৫৮ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।

বৃহস্পতিবার বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় অত্যন্ত আনন্দের সঙ্গে টিম ইন্ডিয়ার জন্য ৫৮ কোটি রুপির নগদ পুরস্কারমূল্য ঘোষণা করছে ভারতীয় বোর্ড। খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের সম্মান প্রদর্শন করতে সেই আর্থিক পুরস্কার প্রদান করা হলো।

বিজ্ঞাপন

তবে কাদের কত টাকা দেওয়া হচ্ছে, সেটা আলাদাভাবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। প্রকাশ করা হয়নি নগদ অর্থ বণ্টনের কোনও ফর্মুলা।

এবারই প্রথমবার কোনও আইসিসি ট্রফি জেতায় এরকম নগদ পুরস্কার পাচ্ছেন না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটিয়ে ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দলকেও পুরস্কৃত করেছিল বিসিসিআই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তখন তো নগদের অঙ্কটা আরও বেশি ছিল। টিম ইন্ডিয়াকে ১২৫ কোটি রুপি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এবার তার প্রায় অর্ধেক পুরস্কার দেওয়া হচ্ছে ভারতীয় দলকে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।