‘প্রচণ্ড গরমে’ মাঠের মধ্যেই মৃত্যু ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৮ মার্চ ২০২৫

ব্যাট করতে করতে মাঠেই মৃত্যু হলো পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার জুনাইদ জাফর খানের। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কনকর্ডিয়া কলেজ ওভালে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।

ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের মধ্যে খেলতে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন ৪০ বছর বয়সী ওই ক্রিকেটার। খেলা যখন চলছিল, তখন তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুনাইদ। সঙ্গে সঙ্গে মাঠেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। প্রথমে ৪০ ওভার ফিল্ডিং করেন জুনাইদ। এর পর যখন ৭ রানে ব্যাট করছিলেন, তখন মাঠেই অজ্ঞান হয়ে যান। তখন স্থানীয় সময় বিকেল ৪টা।

গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। তার মধ্যে খেলা হল কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনওভাবেই ম্যাচ করানো যাবে না। এমনকি ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও খেলা করাতে গেলে কিছু শর্ত মানতে হয়। কিন্তু নিয়ম মানা হয়নি বলে অভিযোগ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় চলে আসেন জুনাইদ। একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। তার ফাঁকেই চলতো ক্রিকেটও।

জুনাইদের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছে তার দল ওল্ড কলেজিয়ান্স। তারা এক বিবৃতিতে জানায়, ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কনকর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলাকালীন দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়। প্যারামেডিকসের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা রইলো।

সূত্র: ডেইলি মেইল, ইন্ডিয়া টাইমস, স্পোর্টসস্টার

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।