ভারতের বিপক্ষে ম্যাচের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৩ মার্চ ২০২৫

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে দুই সপ্তাহ সময়ও নেই বাংলাদেশের। কতটা প্রস্তুত হয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ? সে প্রশ্ন উঠছে। বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে পড়ার পর বাংলাদেশ ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ড খেলবে। মিশন শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই। গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশের মানুষের বেশি নজর ভারতের বিপক্ষে দুই ম্যাচের দিকে।

বাংলাদেশ শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। চার মাস আগে বাংলাদেশ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল মালদ্বীপের বিপক্ষে। এক বছর খেলার বাইরে থাকা মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে কী করবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল?

বিজ্ঞাপন

বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরুর আগে ফিফা টায়ার-১ এর ম্যাচ খেলছে প্রস্তুতি হিসেবে। বাংলাদেশ এখানে পিছিয়ে। গত বছর ১৬ নভেম্বরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের জন্য কোনো ম্যাচই আয়োজন করতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত ফিফা ফ্রেন্ডলি খেলবে মালদ্বীপের বিপক্ষে। শিলংয়ের যে ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত, সেই মাঠেই তারা ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলবে।

সিঙ্গাপুর ২১ মার্চ নিজেদের মাঠে ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে এবং হংকং ১৯ মার্চ নিজেদের মাঠে খেলবে ম্যাকাও'র বিপক্ষে। বাংলাদেশ কেবল কোনো জাতীয় দলের বিপক্ষে ম্যাচ না খেলেই নামবে এশিয়ান কাপের মতো বড় প্রতিযোগিতার বাছাইয়ের ম্যাচে। তাও ভারতের মতো তুমুল প্রতিপক্ষের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতের খেলা শিলংয়ে। বাংলাদেশ অবশ্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে। গত ৫ মার্চ ২৮ ফুটবলার নিয়ে সৌদি আরব গেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। মরুর দেশটিতে ক্যাম্প করছিল আফ্রিকার দেশ সুদান। তাদের সাথে একটি ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ। তবে খেলাটি হয়নি।
বিকল্প হিসেবে স্থানীয় ক্লাবের বিপক্ষে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা ক্যাবরেরার। একটি ম্যাচ ক্লোজডোরে হয়েছে। সে ম্যাচের ফলাফল গোপন রেখেছে বাফুফে। আরেকটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাবরেরা ৩০ ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন। তাদের মধ্যে দুই প্রবাসী ফুটবলার আছেন ইংল্যান্ডের হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম। ফাহামেদুল ক্যাম্পে যোগ দিয়েছেন শুরুর ১০ দিন পর। তারও এক সপ্তাহ পর যোগ দেবেন হামজা চৌধুরী।

কোনো জাতীয় দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে না পারার ব্যর্থতা বাফুফের। ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন কেমন শুরু করতে পারবে, সেটাই বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে কতটা গুরুত্ব দিয়েছে ভারত, সেটা বোঝা যায় সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে আনায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো বলবে, তারা সৌদি আরব পাঠিয়ে অনুশীলন করিয়েছে দলকে। ম্যাচ ঘাটতির বিষয়ে কী বলবে বাফুফে?

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।